দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় অসহায় শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে পাশে দাঁড়ালেন ডা. মুশফিকুর রহমান লিও।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার সময় সুজাপুর চৌধুরী মোড়ে প্রতি বছরের মতো এবারও ডা. মুশফিকুর রহমান লিওর সহায়তায় ‘লুমেলিসা’র ব্যানারে ৫০০ কম্বল বিতরণ করা হয়।
মোছা. মেহেরুন নেছা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ্ তমাল, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মো. গোলাম মোস্তফা, মো. নজমুল হক, অধ্যাপক নওশের ওয়ান ও ওসি একেএম খন্দকার মহিব্বুল।
প্রধান অতিথি মীর মো. আল কামাহ্ তমাল বলেন, অসহায়, দুস্থ, শীতার্তদের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন লুমেলিসা দাঁড়িয়েছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের আহ্বান জানাই।
মন্তব্য করুন