পিরোজপুরের নাজিরপুরে বাসচাপায় দুজন নিহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রুহিতলাবুনিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাহাবুব হোসেন মোল্লা (৪২) ও ইয়াদ আলী মোল্লা (১৭)। তারা সম্পর্কে বাবা-ছেলে।
নিহতের ভাই বুলবুল আহম্মেদ বলেন, প্রতিদিনের মতো সকালে মাহাবুব ও তার ছেলে ইয়াদ ফল কেনার জন্য বাড়ি থেকে বের হয়। তারা নাজিরপুর ঢাকা সড়কের চিথলীয়া পর্যন্ত গেলে ইমাদ পরিবহনের একটি গাড়ি পেছন থেকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে তাদের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠান। খুলনায় যাওয়ার সময় অ্যাম্বুলেন্সেই মারা যায় তারা।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বায়িত্বরত চিকিৎসক ডা. প্রীতম রায় বলেন, সকাল নয়টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত তিনজন রোগী আসে হাসপাতালে। আহতদের মধ্যে দুজনের অবস্থা খুবই খারাপ থাকায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভুইয়া কালবেলাকে বলেন, সোমবার সকালে একটি বাস ও ভ্যানের দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবহনটি আটক করা হয়েছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন