বাগেরহাটের মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিনকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (১৬ ফেব্রুয়ারি) এক দাপ্তরিক আদেশে তাকে মোংলা থেকে প্রত্যাহার করে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়।
জানা গেছে, আফিয়া শারমিনের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে গোপন বৈঠকসহ নানা অভিযোগ তুলে গত কয়েক দিন ধরে স্থানীয় বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছিল। এরপর দ্রুত সময়ে ইউএনও আফিয়া শারমিনকে মোংলা থেকে প্রত্যাহারের জন্য আলটিমেটাম দেন আন্দোলনকারীরা।
ইউএনও আফিয়া শারমিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্ব্যবহার, প্রশাসনিক অদক্ষতা, অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ছিল। বিসিএস ৩৫ ব্যাচের এ কর্মকর্তা গত বছরের ১২ সেপ্টেম্বর সাতক্ষীরার তালা উপজেলা থেকে মোংলায় ইউএনও হিসেবে যোগদান করেই নানা বিতর্কে জড়িয়ে পড়েন। এর জেরে সম্প্রতি স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটিসহ বিভিন্ন মহল তাকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন এবং আন্দোলন-সংগ্রাম করে আসছিল।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম বলেন, মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনকে প্রত্যাহার করা হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমিকে মোংলা উপজেলায় নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে।
মন্তব্য করুন