রংপুরের গঙ্গাচড়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে সাইদুর রহমান মনা (৪০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টায় সেনাবাহিনী ও পুলিশের উপজেলার কোলকোন্দ ইউনিয়নের পীরের হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাইদুর রহমান মনা উপজেলার কোলকোন্দ ইউনিয়নের পীরেরহাট এলাকার মোখলেছার রহমানের ছেলে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, রাষ্ট্রের নিরাপত্তা, জননিরাপত্তা তথা জনশৃঙ্খলা বিঘ্ন করে জনমনে ক্ষোভের সৃষ্টি ও উত্তেজনা সৃষ্টির অভিপ্রায়ে অনলাইনে এবং জনসম্মুখে প্রচারণা চালানোসহ আমলযোগ্য অপরাধ করার প্রস্তুতির অভিযোগ রয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন