সারা দেশে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ নোয়াখালী হাতিয়ায় সোহেল নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুজনকে আটক করেছে যৌথবাহিনী ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাতিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক হওয়ারা হলেন হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ৯নং ওয়ার্ড খাসেরহাট এলাকার মো. কাদের সিদ্দিকী সোহেল (৩৫)। তিনি হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসম্পাদক। আর চরইশ্বর ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্ব লক্ষিদিয়া গ্রামের মো. রুবেল উদ্দিন (২৭)।
হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা সত্যতা নিশ্চিত করে কালবেলাকে বলেন, নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ ঘোষণার পর থেকে হাতিয়া থানায় অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন