৫৮তম বিশ্ব ইজতেমার ময়দানে জঙ্গি হামলার গুজব ছড়ানোর অভিযোগে রনি সরকার (৩৮) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল শনিবার তাকে আটক করা হয়। পরে রাতেই তার বিরুদ্ধে নাশকতার চেষ্টার অভিযোগে মামলা হয়। সেই মামলায় রনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার রনি জয়দেবপুর থানার বাড়িয়া ইউনিয়নের আঁতুড়ি গ্রামের গিয়াস উদ্দিন সরকারের ছেলে। তিনি বাড়িয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন।
কাপাসিয়া থানার ওসি কামাল হোসেন কালবেলাকে বলেন, রনি সরকারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাশকতার চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের দ্বিতীয় পর্বের ৫৮তম বিশ্ব ইজতেমা। এর মাধ্যমে সমাপ্তি ঘটে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার। রোববার দুপুর ১২টা ৩৭ মিনিটে মোনাজাত শুরু করেন ভারতের মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। প্রায় ৩০ মিনিট উর্দুতে মোনাজাত পরিচালনার পর দুপুর ১টা ৭ মিনিটে শেষ হয় আখেরি মোনাজাত।
মন্তব্য করুন