সদ্য ঘোষিত বগুড়া জেলা যুবদলের কমিটিতে যুবলীগ ও ছাত্রলীগের নেতাদের সঙ্গে সখ্য রাখার অভিযোগে ৫ নেতার প্রাথমিক পদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
যাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তারা হলেন- যুবদলের বগুড়া জেলা কমিটির সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুজাউল ইসলাম সুমন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ইনছান, সহ-সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব সেলিম, সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মাসুদ রানা ও নির্বাহী সদস্য সজল হোসাইন রহমত।
যুবদল বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান জানিয়েছেন, এটি সাময়িক পদক্ষেপ।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা এবং শহর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ওইদিন ঘোষিত ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটিতে স্থান পাওয়া বেশ কয়েকজন নেতার সঙ্গে অতীতে আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের স্থানীয় পর্যায়ের নেতাদের সঙ্গে সখ্য এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
পরে রোববার জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ৫ নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়। তবে কী কারণে তাদের বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা জানানো হয়নি।
সংবাদ বিজ্ঞপ্তিতে শুধু বলা হয়েছে, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে নেওয়া ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা দলীয় সব কার্ক্রম থেকে বিরত থাকবেন বলেও নির্দেশ দেওয়া হয়েছে।
৫ নেতার বিরুদ্ধে কেন্দ্রের শাস্তিমূলক ব্যবস্থার কারণ জানতে চাইলে বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার-প্রচারণা এবং তার ভিত্তিতে কিছু পত্র-পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের কারণে কেন্দ্রীয় নেতারা সাময়িকভাবে এ ধরনের ব্যবস্থা নিয়েছেন। তবে তার দাবি উল্লেখিত ৫ নেতা কখনোই যুবলীগ এবং ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।
তার আশা খুব শিগগিরই কেন্দ্র থেকে পাঠানো হবে এবং তদন্ত টিম প্রকৃত ঘটনা জানার পর সত্য বেরিয়ে আসবে।
মন্তব্য করুন