চট্টগ্রামে ওয়াসা মোড়ের ট্রাফিক পুলিশবক্সে বোমা সদৃশ বস্তুর খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বোমা সদৃশ বস্তুটি দেখা যায়। খবর পেয়ে নগর পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের একটি টিম ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মাহমুদা বেগম বলেন, ওয়াসা মোড়ে ট্রাফিক পুলিশবক্স এলাকায় বোমা সদৃশ বস্তু দেখা গেছে এমন তথ্যের ভিত্তিতে আমাদের বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। পরে পরীক্ষা-নিরীক্ষা করে সেখানে এমন কিছুই পাওয়া যায়নি।’
মন্তব্য করুন