রাজশাহীতে জেলা ডিবি ও পুলিশের অভিযানে দুই আওয়ামী লীগ নেতা আটক হয়েছে। সম্পর্কে তারা শ্বশুর-জামাই বলে জানা গেছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে একই বাসা থেকে আটক করা হয় তাদের।
আটকরা হলেন- রাজশাহীর বাঘা উপজেলাধীন আড়ানী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মুক্তার আলী ও আড়ানী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিবন আহমেদ বাপ্পি।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান জানান, জেলা ডিবি ও পুলিশের অভিযানে আওয়ামী লীগের ২ নেতাকে আটক করা হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন