ইভটিজিংয়ে বাধা দেওয়ায় নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত বিএনপি নেতার নাম মো. কলিম উদ্দীন। তিনি নোয়াখালী সদর উপজেলার ৩নং নোয়ান্নই ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি।
জানা গেছে, ৩নং নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজারের আব্দুল মালেক উকিল ডিগ্রি কলেজের নতুন ক্যাম্পাসে কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রায় সময় ইভটিজিং করে এবং চুরি-ছিনতাই করে। রোববার দুপুর ১টার দিকে তারা একটি মেয়েকে উত্ত্যক্ত করলে স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতা কলিম উদ্দিন তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে কলিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন