উত্তরের জেলা দিনাজপুরের হিলি সীমান্তে রেল ব্রিজের সংস্কার কাজে বাঁধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এরই মধ্যে বিএসএফের সঙ্গে বিজিবির বৈঠক হলেও তার কোনো সুরাহা হচ্ছে না। এদিকে সংস্কারকাজে বাধা দেওয়ায় বিপাকে পড়েছে রেল কর্তৃপক্ষ। অন্যদিকে এমন কাণ্ডে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে বিজিবি ও বিএসএফের মাঝে বৈঠক অনুষ্ঠিত হলেও সিদ্ধান্ত না আসায় সংস্কার কাজ বন্ধ রয়েছে।
জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি এ রেললাইন ব্রিজের সংস্কার কাজ করতে গেলে রেলওয়ে কর্তৃপক্ষকে বাধা দেয় বিএসএফ। পরে ৬ দিনেও কোনো সমাধান মিলেনি। উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগের একমাত্র রুট এটি।
হিলি সিপি এলাকার স্থানীয় বাসিন্দা মো. আশরাফুল হোসেন বলেন, আমরা স্থানীয়রা সীমান্ত এলাকায় বসবাস করি। আমাদের সীমান্তে আমরা কাজ করব বিএসএফ কেন বাধা দেয় বুঝি উঠতে পারি না। কয়েক দিন আগে এই রেললাইন ব্রিজের কাজ শুরু করলে বিএসএফের বাধায় কাজ বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ।
নাম প্রকাশে অনিচ্ছুক হিলি রেলওয়ের একজন কর্মচারী বলেন, ঘটনা সত্য। আমরা ব্রিজের সংস্কার কাজ করতে গিয়েছিলাম বিএসএফ বাধা দিয়েছে। আপাতত কাজ বন্ধ রয়েছে।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ নেওয়াজ বলেন, রেলওয়ে কর্তৃপক্ষ কিছু দিন আগে চিঠি দিয়ে আমাদের জানায় তারা ধরন্দা রেলওয়ে ব্রিজের সংস্কার কাজ শুরু করবে। সে অনুয়ায়ী গত ৩০ জানুয়ারি বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে মিটিংয়ে বিষয়টির ব্যাপারে বিএসএফকে জানানো হয় এবং তারা আপত্তি করবে না বলে জানায়। কিন্তু ওই বিএসএফ ব্যাটালিয়নের কর্মকর্তারা অন্যত্র বদলি হয়ে যাওয়ায় এমনটি হয়েছে। যারা নতুন এসেছে আমরা তাদের সঙ্গে আলোচনা করছি। দ্রুত কাজ শুরু হবে। বিষয়টি নিয়ে রোববার (১৬ ফেব্রুয়ারি) বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন