অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম মনি বলেছেন, ৯ মাসে দেশ স্বাধীন হয়েছে, নির্বাচন কেন ৯ মাসে নয়। জনগণ এখন নির্বাচন চায়।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বরগুনার পাথরঘাটা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ভারত সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ গিলে খাওয়ার জন্য। আর এখন সাংবাদিকদের দায়িত্ব দেশকে রক্ষা করার। আপনারা সেই দায়িত্ব পালন করবেন।
পাথরঘাটা প্রেস ক্লাবের সভাপতি আমিন সোহেলের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, বরগুনা জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জামাল, পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক, পাথরঘাটা পৌর বিএনপির আহ্বায়ক হারুন রশিদ হাওলাদার প্রমুখ।
মন্তব্য করুন