শীর্ষ মুরব্বিদের বয়ান, জিকির-আসকারের মধ্য দিয়ে চলছে বিশ্ব ইজতেমার শেষ ধাপের শেষ দিন। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৮তম বিশ্ব ইজতেমা।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বাদ ফজর ভারতের মাওলানা মোরসালিন বয়ান করবেন এবং তর্জমা করবেন মাওলানা ওসামা ইসলাম। মোনাজাতের আগে হেদায়েতের বয়ান করবেন মাওলানা ইউসুফ বিন সাদ এবং তর্জমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ। ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ আখেরি মোনাজাত পরিচালনা করবেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান জানান, টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে জঙ্গি হামলা হতে পারে এমন গুজব ছড়িয়ে পড়ে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে। সেই গুজবের জেরে আটক করা হয়েছে একজনকে।
পুলিশের দাবি, গুজব ছড়িয়েছে আটককৃত ব্যক্তিই। তাকে এ বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্তোষজনক জবাব দিতে না পারলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, রোববার দুপুর ১২টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে শেষ হবে ৫৮তম বিশ্ব ইজতেমা। বিগত ইজতেমার আখেরি মোনাজাতের আগে মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হলেও এবার যানবাহন চলাচল সচল থাকবে।
মন্তব্য করুন