নাটোরের সিংড়ায় জুবায়ের আহমেদ জয় নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে পৌর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সিংড়া থানার ওসি আসমাউল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত ছাত্রলীগ ও যুবলীগ নেতা জুবায়ের আহমেদ জয় সিংড়া পৌর শহরের সরকার পাড়া মহল্লার হামিদুল ইসলামের ছেলে।
সিংড়া থানার ওসি আসমাউল হক কালবেলাকে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন