চট্টগ্রামে ব্যস্ততম সড়কে গ্যাসপাইপ লিকেজ থেকে গ্যাসলাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় পথচারীরা ভয়ে ছুটোছুটি করতে থাকে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নগরীর দুই নম্বর গেট মোড়ে বিপ্লব উদ্যানের সামনের রাস্তায় হঠাৎ এ ঘটনা ঘটে।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ জানায়, আগুনের খবর জানাজানি হলে আশপাশের গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। সমস্যা সমাধানে কেজিডিসিএল কর্মীরা কাজ করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যস্ততম সড়কের পাশে হঠাৎ আগুন জ্বলে উঠলে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরআগে এমন ঘটনা আর ঘটেনি।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শফিউল আজম খান বলেন, ধারণা করা হচ্ছে, টিঅ্যান্ডটির খোঁড়াখুড়িতে লিকেজ হয়েছে। আমরা ওই এলাকার গ্যাস লাইন বন্ধ করে দিয়েছি। সবগুলো লাইন বন্ধ করে চেক করে ত্রুটিপূর্ণ লাইনটি খুঁজে বের করে সংস্কার করা হবে।
তিনি আরও বলেন, লাইন ঠিক না হওয়া পর্যন্ত আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সংস্কার করতে কত সময় লাগবে সে বিষয়ে কিছু জানাননি তিনি।
মন্তব্য করুন