ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন, আমি এ চাই না, আওয়ামী লীগ করার কারণে কেউ গ্রেপ্তার হোক। আমি চাই যদি কেউ অপরাধ করে থাকে তবে তার শাস্তি হোক। আর কোনো ফ্যাসিবাদকে এ দেশে জায়গা দেওয়া হবে না।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ পৌর মুক্তমঞ্চে ইসলামি সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এক গণসমাবেশে তিনি এ কথা বলেন।
ফয়জুল করীম বলেন, ইসলামি অর্থনীতি যদি প্রয়োগ করা হয় তাহলে আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে বাংলাদেশের সমস্ত গরিব দারিদ্র্যসীমার উপরে চলে যাবে। মানবতা প্রতিষ্ঠিত, সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।
তিনি বলেন, সব কিছু দেখা শেষ। আমরা সোনার বাংলা দেখেছি, সবুজ বাংলা, নতুন বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, স্মার্ট বাংলা দেখেছি। সব বাংলা দেখা শেষ, এবার হবে ইসলামি বাংলাদেশ।
মন্তব্য করুন