দিনাজপুরের বিরামপুর উপজেলায় ভুট্টাক্ষেতের কয়েকটি ভাঙা গাছের পাশে পড়ে আছে একটি রক্তমাখা লাঠি আর মোবাইলফোন। অদূরে পাওয়া গেছে রক্তমাখা নাইলনের রশি। আর ছড়িয়ে আছে ছোপ ছোপ রক্তের দাগ। ক্ষেতের আইলে পড়ে আছে দুই বোতল পেট্রোল। স্থানীয়দের ধারণা, ঘটনাস্থলে কাউকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুম করা হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাটলা ইউনিয়নের পলি খিয়ারমামুদপুর গ্রামের একটি ভুট্টাক্ষেতে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে কয়েকজন কৃষক ধানের চারা রোপণ করতে গিয়ে ভুট্টাক্ষেতে ভাঙা গাছ দেখতে পান। কৌতূহলবশত এগিয়ে গিয়ে তারা রক্তমাখা এসব আলামত দেখেন। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে দুপুর ১২টার দিকে বিরামপুর থানার ওসি মমতাজুল হক ঘটনাস্থলে যান এবং আলামত সংগ্রহ করেন। উদ্ধারকৃত আলামতের মধ্যে ছিল রক্তমাখা লাঠি, মুঠোফোন, একটি বোতাম, সিম কার্ড এবং রক্তমাখা নাইলনের দড়ি।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে দক্ষিণ মাধুপুর জামে মসজিদ কমিটির আয়োজনে ইসলামি মাহফিল চলাকালে কাছের একটি স্কুলের বারান্দায় ‘ফ্রি ফায়ার’ গেম খেলাকে কেন্দ্র করে কয়েকজন যুবকের মধ্যে হাতাহাতি হয়। ধারণা করা হচ্ছে, এর জেরেই গভীর রাতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় বাসিন্দা সৈকত জানান, দুপক্ষের মধ্যে বিবাদ হয়েছিল, তবে আলোচনার মাধ্যমে মীমাংসা করা হয়েছে।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক কালবেলাকে বলেন, প্রাপ্ত আলামত বিশ্লেষণ করে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে।
মন্তব্য করুন