বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমির মোহাম্মদ আব্দুল জাব্বার বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমাদের জরিপে প্রায় ১৭শ’র মতো যুবক নিহত হয়েছে। নিহতদের বিচার কার্যক্রম এখনো শুরু হয়নি। ইউনুস সরকারের কাছে আমরা জানতে চাই- কেন এখনো বিচার কার্যক্রম শুরু হচ্ছে না, এক্ষেত্রে বাধা কোথায়। আমরা বুঝে গেছি, এখনো আপনার চারপাশে স্বৈরাচারের প্রেতাত্মারা বসে আছে। দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাসহ তার বাহিনীকে ট্রাইবুনালের অধীনে এদের দ্রুত বিচারের দিকে নিয়ে যেতে হবে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপজেলা শাখা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা কাজী মোহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে এবং বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা মফিজুল ইসলামের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের টিম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর সাত্তার, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মোহাম্মদ গোলাম ফারুক প্রমুখ।
উল্লেখ্য, বাঞ্ছারামপুরে ১৯ বছর পর অনুষ্ঠিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে কর্মী সম্মেলনে জামায়াতের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন