সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

৪ ঘণ্টার বাজারে কোটি টাকার বিক্রি

সাতক্ষীরার চিংড়ি পোনার বাজার। ছবি : কালবেলা
সাতক্ষীরার চিংড়ি পোনার বাজার। ছবি : কালবেলা

বাজার চলে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। আর এই চার ঘণ্টায় বিক্রি কোটি টাকা। সাতক্ষীরার বাগদা চিংড়ির পোনা (রেণু) বিক্রির বাজারে এ ঘটনা নিয়মিত। বাজারটি সাতক্ষীরা নিউমার্কেট এলাকায় অবস্থিত। সকাল থেকে শুরু হওয়া এই বাজারে রোদের তেজ বাড়ার আগেই বেচা-বিক্রি শেষ হয়ে যায়। ভরা মৌসুমে বিক্রি বাড়ে আরও কয়েক গুণ।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে বেলা ১১টার মধ্যে কয়েক দফায় কক্সবাজার থেকে চিংড়ির পোনা নিয়ে ট্রাক এসে মার্কেটের সামনে দাঁড়ায়। এ সময় আগে থেকে পোনা ক্রেতারা গাড়ির পাশে ভিড় করেন। ট্রাক থেকে পোনাভর্তি কর্কশিটের বাক্স নামানোর পর পিকআপ, মাহেন্দ্রা, ইজিবাইক, মোটরসাইকেলসহ বিভিন্ন বাহনে করে সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন উপজেলায় নেওয়া হচ্ছে।

জেলা মৎস্য কর্মতর্কার কার্যালয় থেকে জানা গেছে, সাতক্ষীরায় ৬৫ হাজার ৫৩৬ হেক্টর জমিতে বাগদা চিংড়ির ঘের আছে ৫৪ হাজার ৯৩৫টি। এসব ঘেরে বাগদা চিংড়ি চাষের জন্য ৩২০ থেকে ৩৫০ কোটি পোনার প্রয়োজন হয়। অধিকাংশ পোনা কক্সবাজারের বিভিন্ন হ্যাচারি থেকে আসে। বাকিগুলো প্রাকৃতিকভাবে সুন্দরবন বা অন্য উৎস থেকে উৎপাদন করা হয়।

পোনা ব্যবসায়ী আজমির হোসেন বলেন, সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আমাদের বাজার চলে। আমাদের থেকে কেনা এসব পোনা শ্যামনগর, আশাশুনি, দেবহাটা, কালীগঞ্জ, তালা ছাড়াও খুলনার পাইকগাছা ও কয়রার বিভিন্ন ঘেরে চলে যায়। চার ঘণ্টায় বাজারে প্রতিদিন অন্তত এক কোটি টাকার ওপর পোনা বিক্রি হয়। তবে ভরা মৌসুমে পোনার চাহিদা বাড়লে বেচাবিক্রি আরও বাড়ে বলে তিনি জানান।

নিজের ঘেরে চিংড়ি চাষের জন্য কালীগঞ্জ থেকে পোনা নিতে আসেন ঘের ব্যবসায়ী বাবু বিশ্বাস। তিনি জানান, দুই বাক্সে ১০ হাজার ৮০০টি পোনা কিনেছেন। প্রতি হাজার ৩৮৫ টাকা করে। একইভাবে আশাশুনির বালিথা থেকে আসা হারুন অর রশিদ প্রতি হাজার ৪০০ টাকা দরে ২৭ হাজার পোনা কিনেছেন।

সাতক্ষীরা পোনা ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ বলেন, প্রায় ৩০ বছর আগে থেকে এই বাজারের শুরু হয়। কক্সবাজার থেকে প্রতিদিন ৮-১০টি হ্যাচারির ১২ থেকে ১৪টি ট্রাকে পোনা আসে। প্রতি ট্রাকে ২৫ থেকে ২৭ লাখ পোনা থাকে।

তিনি বলেন, ফেব্রুয়ারি শেষ দিকে যশোর পর্যন্ত পোনা কার্গো বিমানে আসে। তারপর সেখান থেকে ট্রাকে সাতক্ষীরায় আনা হয়। তখন দুই থেকে তিনগুণ বেশি পোনা আসে। দামও বেশি থাকে। তবে যোগযোগ ব্যবস্থা আরও উন্নত হলে পোনাচাষিরা সুফল পাবে। কারণ রাস্তা থেকে পোনার গায়ে আঘাত না পেলে বেশি উৎপাদন হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় সহিংসতার উস্কানি : এবি পার্টির প্রতিবাদ

শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি চীনের

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদের সঙ্গে বিমসটেক মহাসচিবের সাক্ষাৎ

ইরানে মার্কিন হামলার হুমকি অগ্রহণযোগ্য, কড়া বার্তা দিল রাশিয়া

ফেসবুক পোস্টে কমেন্টস নিয়ে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ 

আগে মেসে থাকতেন, এখন কোটি টাকার গাড়িতে চড়েন : বুলু

অর্থনীতির স্থিতিশীলতা নিয়ে আশার আলো দেখছে পাকিস্তান

প্রয়োজন হলে অন্য দলের সঙ্গে জোট হতেও পারে : আখতার

‘আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে’

চট্টগ্রামে আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ২৯ নেতাকর্মী গ্রেপ্তার

১০

জানাজায় ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

১১

ঈদের চতুর্থ দিনেও পর্যটকে মুখরিত সোনারগাঁয়ের বিনোদন কেন্দ্রগুলো

১২

ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক শুক্রবার

১৩

ময়মনসিংহে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

১৪

এসিসির নতুন চেয়ারম্যান হলেন মহসিন নকভি

১৫

নৈশভোজের টেবিলে পাশাপাশি ড. ইউনূস ও মোদি

১৬

সংসদ সদস্য হলে ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর করা হবে : ফারুক

১৭

জব্দ ৫০০ কেজি জাটকা গেল এতিমখানায়

১৮

গণঅভ্যুত্থানের শহীদরা বাংলার চেতনার বাতিঘর : বরকত উল্লাহ বুলু

১৯

চট্টগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত যুবদল কর্মীর মৃত্যু

২০
X