কক্সবাজারের চকরিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন হয়েছে। ঘটনার পর পরই ঘাতক ভাতিজা পালিয়ে যায়।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. হোছাইনগীরর (৩৬) বাড়ি বদরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছনুয়াপাড়া এলাকায়। ঘাতক ভাতিজা মো. ফোরকান প্রকাশ কালু (১৭) মো. হাসানগীরের ছেলে।
জানা গেছে, বিকালে হোছাইনগীরের স্ত্রীর সঙ্গে তার বড় ভাই হাছানগীরের স্ত্রীর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয়। এ ঝগড়ার সূত্র ধরে রাত পৌনে ৭টার দিকে চাচা হোছাইনগীরকে উপর্যুপরি ছুরিকাঘাতে করে গুরুতর আহত করেন। এ সময় লোকজন এগিয়ে গেলে ফোরকান পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন আহত হোছাইনগীরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, ঘটনার পরপর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। ঘাতক ফোরকানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
মন্তব্য করুন