গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে লাখো মুসল্লি দোয়া, জিকির ও ইবাদতে মশগুল রয়েছেন। ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত নিজামুদ্দিন মারকাজ অনুসারীদের আয়োজনে এই ধর্মীয় সমাবেশে দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিয়েছেন।
ইজতেমার ময়দানে আলেমরা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন। বিশেষভাবে, শবে বরাতের ফজিলত ও তাৎপর্য নিয়ে বয়ান করা হয়। বক্তারা মুসল্লিদেরকে এই পবিত্র রাতে বেশি বেশি ইবাদত, তওবা ও দোয়া করার আহ্বান জানান।
এদিকে আগামীকাল শনিবার ও রোববার কারা বয়ান করবেন এবং আখেরি মোনাজাত কে পরিচালনা করবেন, সেই তালিকা প্রকাশ করেছে আয়োজক কমিটি।
এক বার্তায় ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফজরের পর বয়ান করবেন মাওলানা ইলিয়াস বিন সাদ (দিল্লি, নিজামুদ্দিন) তার বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা ওসামা ইসলাম। সকাল সাড়ে ৯টায় ফজিলত ও আদব বিষয়ে তালিম করবেন মুফতি ইয়াকুব (নিজামুদ্দিন)। সকাল ১০টার দিকে খিত্তায় খিত্তায় তালিম অনুষ্ঠিত হবে। এরপর জোহরের নামাজের পর বয়ান করবেন আরব মেহমানরা। তাদের বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা মোস্তফা খলিল। আসরের পর বয়ান করবেন হাফেজ মঞ্জুর (নিজামুদ্দিন), তার বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা রুহুল আমিন।
এদিন বিশ্ব ইজতেমায় আয়োজিত হবে ব্যতিক্রমী বিয়ে। বিয়েতে থাকবে না কোনো যৌতুক বা কোনো শর্ত। আসরের নামাজের ময়দানের বয়ান মঞ্চে অনুষ্ঠিত হবে এই বিয়ে। এরপর মাগরিবের নামাজের পর বয়ান করবেন মাওলানা ইউসুফ বিন সাদ, তার বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) ফজরের পর বয়ান করবেন মোরসালিন (নিজামুদ্দিন), তার বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা ওসামা ইসলাম। এরপর হেদায়েতি বয়ান ও আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন সাদ। আর তার বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ।
ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, এবারের ইজতেমায় দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিয়েছেন। ইজতেমা ময়দানে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবীরা কাজ করছেন।
উল্লেখ্য, ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে নিজামুদ্দিন অনুসারীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হবে।
মন্তব্য করুন