কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কাদাযুক্ত এক পুকুর থেকে একটি অবিস্ফোরিত পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পাশের একটি পুকুর থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়।
জানা যায়, উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পাশের একটি শুকনো পুকুরে মর্টার শেলটি দেখতে পায় স্থানীয় কিছু শিশু। এ সময় শিশুরা খবর দিলে স্থানীয় লোকজন মর্টার শেলটি দেখতে পেয়ে পাশের বিজিবি ক্যাম্পে খবর দেয়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এটি একটি অবিস্ফোরিত মর্টার শেল তা নিশ্চিত করেন এবং ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. দেলোয়ার হোসেন ও এসআই আনিসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ ও বিজিবি মর্টার শেলটি সংরক্ষণ করে কুমিল্লা ৩৩ ডিভিশনে আবেদন করেন।
ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. দেলোয়ার হোসেন কালবেলাকে বলেন, বিজিবি আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি অনেক পুরনো একটি মর্টার শেল। এটিকে নিষ্ক্রিয় করার জন্য কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশন বরাবর আবেদন করা হয়েছে। তারা এলে পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন