দিনাজপুরের কাহারোলে বাসচাপায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার দশমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দিনাজপুর সদর উপজেলার হীরাহাট এলাকার শরিফুল ইসলামের স্ত্রী নারগিস বেগম (৪০) ও রামডুবি গ্রামের শুভ ইসলামের মেয়ে হুমায়রা (২ মাস)।
দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেল ৪টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের কাহারোল উপজেলায় একটি অটোরিকশায় যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এ সময় কয়েকজন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
মন্তব্য করুন