কুড়িগ্রাম জেলা পুলিশের অপারেশন ডেভিল হান্ট অভিযানে ছাত্রলীগ নেতা সাদ্দামদহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন, রৌমারী উপজেলার রৌমারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আওয়ামী লীগ সহসভাপতি মো. আব্দুর রউফ (৪০), সাধারণ সম্পাদক মো. ছফিয়ার রহমান (৪৫), রৌমারী দাঁতভাঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য মো. সাদ্দাম হোসেন জীবন, চর রাজিবপুর উপজেলার রাজিবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম (৪০), রাজারহাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আশীষ কুমার সরকার, রাজারহাট টগরাইহাট মুজিব সৈনিক ঐক্য পরিষদের সভাপতি মো. জিয়াউর রহমান (২২), ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের ৭নং ওয়ার্ড আ.লীগের জয়েন্ট সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, ভুরুঙ্গামারী আন্ধারীঝার ইউনিয়নের ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. আরিফুল ইসলাম (২৫), নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মফিজুল হক (৪০), নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. শাহাদৎ হোসেন (২৯), উলিপুর উপজেলা শাখা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান (৫৩), ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্রী. শেখ রায়হান পল্লব (২০), ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. গোলাম ওয়াদুদ (৫৫), কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. আ. রহিম ওরফে মেহেদী হাসান নয়ন (২৭), চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চিলমারী রমনা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. নুর ই-এলাহী তুহিন (৫০), ছাত্রলীগের সদস্য মো. সামিউল ইসলাম ওরফে সাগর মিয়া (২৬) ও রমনা ইউনিয়নের আ.লীগের সক্রিয় সদস্য মো. জাকিউল ইসলাম (৩২) সহ মোট ১৭ জন।
শুক্রবার গ্রেপ্তারকৃতদের কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিচারক সবাইকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষে দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট চলছে। এর অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা চলমান রয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি মো. বজলার রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম জেলা পুলিশের সব থানা এলাকায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে কুড়িগ্রামে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন