নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বৈরাচারের দোসরদের বিচারের দাবি ও সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য, দখলবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বাদ জুমা উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কে সহস্রাধিক বিএনপির নেতাকর্মী এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিপন আহমেদ, জামপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি গিয়াসউদ্দিন, জামপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুকবুল হোসেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার ফারুকসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতারা।
বিক্ষোভ মিছিলে বক্তারা ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মন্তব্য করুন