কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৩ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

নাফ নদীতে ৮ বছর পর মাছ ধরার অনুমতি, জেলেদের উচ্ছ্বাস

নাফ নদী বাংলাদেশের পূর্ব পাহাড়ি অঞ্চলের কক্সবাজার জেলার একটি নদী। ছবি : কালবেলা
নাফ নদী বাংলাদেশের পূর্ব পাহাড়ি অঞ্চলের কক্সবাজার জেলার একটি নদী। ছবি : কালবেলা

পাঁচ শর্তে দীর্ঘ ৮ বছর পর বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত লাগোয়া নাফ নদীর বাংলাদেশ অংশে মাছ ধরার অনুমতি পেয়ে জেলেরা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) অনুমতির বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি দেওয়া হয়েছে।

টেকনাফ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠিতে বলা হয়, ‘মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক জারিকৃত রুলনিশিতে টেকনাফের নাফ নদীতে এক জেলে কর্তৃক বৈধভাবে মাছ ধরা কার্যক্রম চালু করতে জেলা প্রশাসক, কক্সবাজারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশনা প্রদান করা হয় এবং পিটিশনার কর্তৃক এই কার্যালয়ে ১৫ আগস্ট ২০২৪ তারিখে দাখিলকৃত আবেদন যথাযথভাবে নিষ্পত্তি করতে বলা হয়। এরই প্রেক্ষিতে নিম্নোক্ত শর্তসাপেক্ষে নাফ নদীতে মাছ ধরার অনুমতি প্রদান করা হলো।’

এদিকে নাফ নদী খুলে দেওয়া প্রসঙ্গে প্রেরিত চিঠিতে ৫টি শর্ত দেওয়া হয়েছে। শর্তগুলো হলো- ১. সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ সীমানা অভ্যন্তরে নাফ নদীতে শাহপরীর দ্বীপ থেকে টেকনাফ জেটিঘাট পর্যন্ত মাছ ধরতে পারবে। ২. জেলেরা মাছ ধরতে যাওয়ার সময় বিজিবির ৫টি নির্ধারিত পোস্টে টোকেন/পরিচয়পত্র দেখাবে এবং মাছ ধরা শেষে ফেরত আসার পর বিজিবির পোস্টে তল্লাশি করার ব্যাপারে বিজিবি সদস্যকে সর্বাত্মক সহায়তা প্রদান করবে। কোনো জেলে চেকপোস্টে না জানিয়ে মাছ ধরতে পারবে না। ৩. কোনোক্রমে বাংলাদেশের সীমানা অতিক্রম করতে পারবে না। ৪. মৎস্য অধিদপ্তরের হালনাগাদকৃত নিবন্ধিত জেলেদের তালিকা বিজিবি, কোস্ট গার্ড ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রদান করা যেতে পারে। যাতে কোনোক্রমে নিবন্ধিত জেলে ব্যতীত কেউ নাফ নদীতে মাছ ধরতে না পারে। ৫. এই অনুমোদন সাময়িক। তিন মাস পর সীমান্তের পরিস্থিতি পর্যালোচনা করে এ অনুমতি নবায়নের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

অন্যদিকে দীর্ঘ ৮ বছর পর নাফ নদী খুলে দেওয়ায় খুশির জোয়ার বইছে টেকনাফের জেলেদের মাঝে। ২০ বছর ধরে নাফ নদীতে মাছ শিকার করে আসা সাবরাং ইউপির ফারুক বলেন, ঈদকে সামনে রেখে নাফ নদী খুলে দেওয়ায় আমাদের জেলে পরিবারের মাঝে ঈদের আমেজ চলে আসছে। আমরা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই। মাদক চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ডে যেন জেলেরা জড়াতে না পারে সে ব্যাপারে সর্বোচ্চ অবস্থান আমাদের থাকবে।

উপজেলা নাফ নদী জেলে সমাজ কমিটির সভাপতি মোহাম্মদ আমান উল্লাহ বলেন, দীর্ঘ ৮ বছর পর সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। জেলেদের মাঝে আজ আনন্দের জোয়ার বইছে। নির্দেশনানুযায়ী সব নিয়ম অনুসরণ করে জেলেরা মাছ শিকারে যাবে। কেউ যাতে আড়ালে অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত না হয় সেদিকে নজর দেওয়া হবে।

কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে জেলেরা দুঃখ-কষ্টে জীবনযাপন করছে। তাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এজন্য সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানাই।

উল্লেখ্য, রোহিঙ্গা অনুপ্রবেশসহ নিরাপত্তা পরিস্থিতির কারণ দেখিয়ে ২০১৭ সালের ৩১ আগস্ট বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের মধ্যবর্তী নাফ নদীতে মৎস্য আহরণ দুই মাসের জন্য স্থগিত করে আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর পর থেকে বন্ধ রয়েছে নাফ নদীতে মাছ ধরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে ত্রিমুখী সংঘর্ষে আহত ৬৩

সাংবাদিক নেতারা ক্ষমতাসীনদের সঙ্গে মিলে রোজগারের চেষ্টা করেছেন : শফিকুল আলম

নারী ধর্ষণের প্রতিবাদে নোবিপ্রবিতে মশাল মিছিল

সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

সুনামগঞ্জে ১৪৪ ধারা জারি 

আলেপের ধর্ষণের বিষয়ে আরও ভয়ংকর তথ্য সামনে এলো

দুর্নীতি ও দুঃশাসনের সঙ্গে কোনো আপস নেই: শফিকুর রহমান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক তানজিম বহিষ্কার

‘এই গেম কোত্থেকে চলতেছে আমরা ঠিকই বুঝি’

ভিসি, প্রো-ভিসির অপসারণে প্রধান উপদেষ্টাকে কুয়েট শিক্ষার্থীদের চিঠি

১০

বেলিংহামের নিষেধাজ্ঞা বহাল, আপিলে ব্যর্থ রিয়াল মাদ্রিদ

১১

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে বড় পরিবর্তন

১২

সতীর্থের বিতর্কিত লাল কার্ডের পর রোনালদোর ক্ষুব্ধ প্রতিক্রিয়া

১৩

সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

ভাষার বৈচিত্র্য সংরক্ষণ ও সাংস্কৃতিক আগ্রাসন রোধের আহ্বান রাষ্ট্রদূত মুশফিকের 

১৫

চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি, গ্রেপ্তার ৩

১৬

জার্মানির ভোট কাল, কেমন হবে নির্বাচন

১৭

ট্রেন থামিয়ে জীবন বাঁচালেন চালক

১৮

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল স্কুল ছাত্রের

১৯

আজকের দিন কেমন যাবে, জেনে নিন রাশিফলে

২০
X