মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৬ এএম
অনলাইন সংস্করণ

পিঠা বিক্রি করে সংসার চলছে সাবেক বিডিআর সদস্য হাবিবুরের

পিঠা বিক্রি করছেন সাবেক বিডিআর সদস্য মো. হাবিবুর রহমান। ছবি : কালবেলা
পিঠা বিক্রি করছেন সাবেক বিডিআর সদস্য মো. হাবিবুর রহমান। ছবি : কালবেলা

২০০৯ সালে আলোচিত পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘ সাড়ে ছয় বছর কারাগার ভোগের পর ২০১৬ সালে জামিন পেয়ে বাড়ি যান সাবেক বিডিআর সদস্য মো. হাবিবুর রহমান। পরিবারের সবাই খুশি হলেও কিছুদিন পর থেকে অর্থের অভাবে পরিবারের খরচ জোগাতে দিশাহারা হয়ে পড়েন। নেই খাবারের কিংবা অসুখের চিকিৎসার নিশ্চয়তা। অভাবের তাড়নায় কোনো কিছুর উপায় না পেয়ে বর্তমানে প্রতিদিন একটি বাজারে খোলা আকাশের নিচে চিতই পিঠা বিক্রি করে সংসার চালান তিনি। শেষ বয়সে পেনশনের দাবি তার।

সাবেক বিডিআর সদস্য মো. হাবিবুর রহমান নওগাঁর মান্দা উপজেলার কশব ইউনিয়নের চকসিদ্বেশ্বরী গ্রামের বাসিন্দা। পরিবারে তার এক ছেলে, দুই মেয়ে ও স্ত্রী রয়েছেন। তিনি মৃত-হাছেন আলীর ছেলে। ১৯৭৮ সালের অক্টোবরে বিডিআর সদস্য হিসেবে চাকরিতে যোগদান করেন এবং তিনি ল্যান্স নায়েক হিসেবে পদোন্নতি পেয়েছিলেন।

জানা যায়, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় বিস্ফোরক ও নাশকতায় মামলার আসামি করে সেদিন দুপুর ১২টার দিকে পিলখানার ভেতর থেকে তাকে আটক করে পুলিশ। তারপর কাশিমপুর কারাগারে পাঠানো হয়। দীর্ঘ সাড়ে ৬ বছর কারাভোগের পর ২০১৬ সালের আগস্টে খালাস পেয়ে নিজ গ্রামের বাড়িতে যান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মান্দা উপজেলার কশব ইউনিয়নের পাঁজরভাঙ্গা হাটে চৌরাস্তা মোড়ে খোলা আকাশের নিচে সকাল সকাল চিতই পিঠা বিক্রি করেছেন সাবেক বিডিআর সদস্য ল্যান্স নায়েক হাবিবুর রহমান। চোখে মুখে যেন তার একরাশ হতাশা। সেখানে বিভিন্ন পেশাজীবীর মানুষ পিঠা খেতে আসছেন। অন্যদিকে তার বসায় গিয়ে দেখা যায়, ঘরের ওয়ালে টাঙানো আছে যুবক বয়সে বিডিআর ইউনিফর্ম পরা ছবি।

কান্নাকণ্ঠে সাবেক বিডিআর সদস্য মো. হাবিবুর রহমান কালবেলাকে বলেন, আমার কোনো দোষ ছিল না। অন্যায়ভাবে সাড়ে ৬ বছর কারাগারে আটকে রাখা হয়েছিল। অপরাধ করিনি। জামিনে বাড়ি এসে আরেক কষ্ট। টাকার অভাবে বাজার করতে পারি না, চিকিৎসা করাতে পারি না, আমার ডান পায়ের অবস্থা খারাপ। অর্থের অভাবে আমি কোনো দিশা পাচ্ছি না। বাজার করব কী দিয়ে? কাপড় কিনব কী দিয়ে? এখন বয়স হয়েছে কোনো কাজ কর্ম করতে পারি না। উপায় না পেয়ে বাজারে চিতই পিঠা বিক্রি করে জীবিকা নির্বাহ করছি। সরকারের কাছে আকুল আবেদন, শেষ বয়সে আমার একটা পেনশনের ব্যবস্থা হয়।

স্ত্রী মোছা. আলেয়া জানান, আমার স্বামী যখন চাকরি করত তখন ছেলে মেয়ে নিয়ে খুব ভালোই ছিলাম। হঠাৎ পিলখানায় হত্যা কাণ্ডের ঘটনায় বিনা দোষে আমার স্বামীকে দীর্ঘদিন জেলে থাকতে হয়। শুরু হয় অভাবের সংসার। বর্তমানে বাজারে চিতই পিঠা বিক্রি করে কোনো মতে সংসার চলে। এক মাত্র ছেলে পড়াশোনা শেষ করেও চাকরি নেই তার। সরকার কাছে একটাই দাবি শেষ বয়সে আমার স্বামীকে পেনশনের ব্যবস্থা করে দেওয়া হোক।

চিতাই খেতে আসা চকসেদ্ধশ্বী গ্রামের বাসিন্দা মো. লতিফ হোসেন বলেন, আমরা জানি তিনি বিডিআরে চাকরি করত। পিলখানায় সেই আলোচিত ঘটনায় চাকরি হারায় এবং কারাভোগ করেন। এরপর জামিন পেয়ে বাড়ি এসে অভাবের তাড়নায় বাজারে চিতই পিঠা বিক্রি করে জীবিকা নির্বাহ করছে।

পাঁজরভাঙ্গা বাজারের দোকানদার শ্রী সঞ্চয় কুমার জানান, বেশ কিছুদিন ধরে এই বাজারে চিতই বিক্রি করেন তিনি। জেনেছি তিনি একসময় বিডিআরে চাকরি করেছেন এবং দীর্ঘদিন ধরে জেলে ছিল।

এ বিষয়ে কশব ইউনিয়ন পরিষদের সদস্য মো. রমজান আলী জানান, চকসিদ্ধেশ্বরী গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান। তিনি বিডিআরের চাকরি করা অবস্থায় পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘদিন জেলে ছিল। জামিন পেয়ে বাড়ি আসার পর অভাব অনটনে দিন কাটে তার। এখন বাজারে চিতই পিঠা বিক্রি করতে দেখা যায়। এটা অত্যন্ত দুঃখজনক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগদা থানার ০৬নং ওয়ার্ডে ছাত্রদলের কর্মিসভা

দুদকের অনাপত্তিপত্র ছাড়াই থার্ড টার্মিনালের পিডি নিয়োগ

সাফল্যের ৭ বছরে দেশের শীর্ষস্থানীয় বিউটি ই-কমার্স ‘চারদিকে’

সিরাজগঞ্জে ট্রিপল মার্ডারের আসামি রাজীবের মৃত্যুদণ্ড

মহিলা পরিষদের বিবৃতি / নারীকে আজ আর ঘরেও নিরাপদ রাখা যাচ্ছে না

প্রকল্পের কাজ ঠিকাদার নয়, বাংলাদেশ বান্ধব হতে হবে : দুদক চেয়ারম্যান

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

এলজির উদ্যোগে ‘এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ ২০২৫’

ওয়্যারড্রবে গুলি ও অস্ত্র রেখে দেন ইফতি, অতঃপর...

আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুর

১০

জামায়াতকে ‘ধর্ম ব্যবসায়ী-প্রতারক’ আখ্যা বিএনপি নেতা বাচ্চুর

১১

খেলাফত মজলিস-এনসিপির সংলাপ, ৮ দফা ঐকমত্য

১২

নতুন রাজনৈতিক দল নিবন্ধনে আবেদনের সময় বাড়ল

১৩

৩০ হাজার তরুণকে নিয়োগ দিল ফিলিস্তিন যোদ্ধারা

১৪

ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে প্রিন্সের শুভেচ্ছা বিনিময় 

১৫

বেঁচে থাকার লড়াইয়ে কচ্ছপ খাচ্ছে গাজাবাসী

১৬

আসছে ইমন-দীঘির ‘দেনাপাওনা’

১৭

জিয়া মঞ্চের সভাপতি হওয়া সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার

১৮

কোনো সরকার বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করতে পারেনি : এবি পার্টি

১৯

পূর্ব জেরুজালেমে খ্রিস্টানদের সঙ্গে যা করল ইসরায়েলি পুলিশ

২০
X