গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাদ আসর আমবয়ানের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর বয়ান করছেন মাওলানা আব্দুস সাত্তার (নিজামুদ্দিন)। ইজতেমার এই পর্বে অংশগ্রহণ করছেন নিজাম উদ্দিন মারকাজের তাবলিগের সাথিরা। দুপুর দেড়টার দিকে অনুষ্ঠিত হবে বৃহত্তম জুমার নামাজ। জুমার নামাজে ইমামতি করবেন মাওলানা সাদ কান্দলভির বড় ছেলে ইউসুফ বিন সাদ। ইজতেমা উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। মুসল্লিদের সুবিধার্থে নানা ধরনের উদ্যোগ নিয়েছে প্রশাসন।
ময়দান ঘুরে দেখা যায়, মজলিসে শুরার সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার বাদ আসর আমবয়ানের মাধ্যমে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এ ধাপে সারা দেশ থেকে আগত মুসল্লিরা তাদের নির্ধারিত খিত্তায় এসে অবস্থান করছেন। এ ছাড়া আসছেন সহস্রাধিক বিদেশি মুসল্লি। মূল ইজতেমা ময়দানকে ৮৫টি খিত্তায় ভাগ করা হয়েছে। এরই মধ্যে আগত মুসল্লিদের ওজু, গোসলের সুবিধার্থে পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ময়দানে কাজ করছে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সেবা সংস্থা।
ময়দানে অবস্থান নেওয়া মুসল্লিরা বলেছেন, এবার ময়দানের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তারা।
আয়োজকরা জানিয়েছেন, বৃহস্পতিবার বাদ আসর আমবয়ানের মাধ্যমে ইজতেমা শুরু হয়েছে। এবার শবেবরাত, বয়ানসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে ইজতেমায় দিন পার করবেন মুসল্লিরা।
ইজতেমার মিডিয়া সমন্বয়ক মো. আবু সায়েম বলেন, নিজামুদ্দীন মারকাজের বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। চলছে হেদায়াতি বয়ান। এরই মধ্যে দেশ-বিদেশ থেকে আগত মুসল্লিরা ময়দানে সমবেত হচ্ছেন। খিত্তায় খিত্তায় চলছে তালিম, বয়ানসহ ধর্মীয় আলোচনা। বৃহস্পতিবার বাদ আসর পাকিস্তানের মাওলানা হারুন অর রশিদের আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম। তার বয়ান বাংলায় তরজমা করেন মাওলানা আব্দুল্লাহ সাহেব চাঁদপুরী।
এ বছর সাদপন্থিদের বিশ্ব ইজতেমার জন্য সরকারিভাবে শুক্র, শনি ও রোববার সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। গতকাল বাদ মাগরিবও বয়ান হয়।
এবার বিশ্ব ইজতেমার ময়দানে প্রতিদিন ফজর নামাজ অনুষ্ঠিত হবে ভোর ৬টায়, জোহর দুপুর ২টায়, আসর বিকেল ৪টা ৩৫ মিনিটে, মাগরিব ওয়াক্তমতো এবং এশা বয়ানের ও তাশকিলের ৩০ মিনিট পর।
বৃহত্তম জুমার নামাজ: বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিক প্রথম দিন শুক্রবার বাদ ফজর বয়ান করবেন মাওলানা আব্দুস সাত্তার। সকাল ১০টা ৩০ মিনিটে বিভিন্ন খিত্তায় শুরু হয় তালিম। এদিন ইজতেমার ময়দানে দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে জুমার নামাজ। নামাজ পরিচালনা করবেন কাকরাইল মসজিদের মাওলানা ওয়াসিফুল ইসলাম। বাদ আসর বয়ান করবেন হাফেজ মনজুর। বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা জামশেদ। ইজতেমার দ্বিতীয় দিন বাদ ফজর বয়ান করবেন মাওলানা মোরসালিন। সকাল ৯টা ৩০ মিনিটে তালিমের মওজু পরিচালনা করেন মুফতি ইয়াকুব।
এদিকে, ইজতেমা সুন্দর ও সফল করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মূল ময়দানকে ৫ সেক্টরে ভাগ করে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, এবার ইজতেমায় পোশাকধারী পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৭ হাজার সদস্য থাকবেন। ময়দান এলাকায় র্যাবের হেলিকপ্টার টহল ছাড়াও বম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড কাজ করছে। আগামী রোববার দুপুরে আখেরি মোনাজাতে শেষ হবে এবারের ৫৮তম বিশ্ব ইজতেমা।
আগামী রোববার দুপুরে আখেরি মোনাজাতে শেষ হবে এবার ৫৮তম বিশ্ব ইজতেমা।
মন্তব্য করুন