রাজশাহী রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর এক সদস্যকে মারধরের অভিযোগে পশ্চিমাঞ্চল রেলওয়ের তিন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী রেলস্টেশন থেকে তাদের আটক করে সেনাবাহিনীর একটি দল। পরে তাদের বিরুদ্ধে রাজশাহী রেলওয়ে থানায় মামলা দায়ের শেষে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার তিনজন হলেন ঢাকা-রাজশাহী রুটের সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের গার্ড আতিকুর রহমান, অ্যাটেনডেন্ট মনছেহার আলী ও মো. মনির।
সূত্রে জানা গেছে, ঢাকায় কর্মরত এক সেনা সদস্য বুধবার সিল্কসিটি ট্রেনে রাজশাহীতে আসছিলেন। ট্রেনের বগিতে কথাকাটাকাটির একপর্যায়ে অ্যাটেনডেন্টসহ রেলের অন্য সদস্যরা তাকে মারধর করেন। পরে ট্রেনটি রাজশাহী আসার পর প্ল্যাটফর্মে নেমে আবার ওই সেনাসদস্যকে এলোপাতাড়ি মারধর করা হয়। এরপর রেলওয়ের ওই কর্মীরা চলে যান। খবর পেয়ে রাতেই রাজশাহী রেলস্টেশন থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সেনাবাহিনী। পরে বৃহস্পতিবার সেনাসদস্যসহ যৌথ বাহিনী রাজশাহী স্টেশনে অভিযান চালায় এবং সিল্কসিটি ট্রেনের ওই তিন সদস্যকে আটক করে রাজশাহী রেলওয়ে থানায় নিয়ে যায়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে মামলা দায়ের করা হয়।
রাজশাহী রেলস্টেশনের মাস্টার ময়েন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকালে বনলতা এক্সপ্রেস ট্রেনে ডিউটির জন্য রেলওয়ের ওই গার্ড এবং অ্যাটেনডেন্টরা স্টেশনে আসেন। তখন সেনাবাহিনীর সদস্যরা তাদের আটক করে রেলওয়ে থানায় নিয়ে যান। পরে থানায় মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে বলে শুনেছি।
এ বিষয়ে রাজশাহী রেলওয়ে থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, ‘সেনাসদস্যকে মারধরের ঘটনায় পশ্চিমাঞ্চল রেলওেয়ের তিন কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পরে কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
মন্তব্য করুন