গাজীপুরে টঙ্গীর মিলগেট এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিপুল পরিমাণ ঝুট মালামাল ও দোকান পুড়ে গেছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম অগ্নিকাণ্ডের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
শাহিন আলম বলেন, টঙ্গী মিলগেট এলাকায় ভোর সাড়ে পাঁচটার দিকে ঝুট গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পরে পার্শ্ববর্তী গুদামে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনের ব্যাপকতা বাড়তে থাকায় উত্তরা ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের চেষ্টায় সকাল ৭টা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি বলেন, আগুন লাগার খবরে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেয়। পরে পানির কোনো সোর্স না থাকায় অতিরিক্ত সাহায্য চেয়ে উত্তরা ফায়ার সার্ভিস আমাদের সঙ্গে যৌথভাবে কাজ করে। ঘটনাস্থলে কিছু ঝুট গুদাম ছিল, রংয়ের গুদাম ছিল, কাঁচামাল ও মুদির মালসহ বিভিন্ন ধরনের দোকান ছিল। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।
মন্তব্য করুন