শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩২
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

‘ডেভিল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, ব্যবস্থা নেই প্রশাসনের’

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় এক অনুষ্ঠানে বক্তব্য দেন আবু হানিফ। ছবি : কালবেলা
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় এক অনুষ্ঠানে বক্তব্য দেন আবু হানিফ। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট চলছে কিন্তু অভিযোগ রয়েছে কিশোরগঞ্জে ডেভিলরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অথচ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে গণঅভ্যুত্থান-২৪ এর শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় এবং বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা ডেভিলদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। দেশকে ডেভিলমুক্ত করতে হলে সচিবালয় ও গণমাধ্যমগুলোতে থাকা ডেভিলদের চিহ্নিত করতে হবে। এই ডেভিলদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে না পারলে জুলাই গণঅভ্যুত্থান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এদের চিহ্নিত করে শিকার করা জরুরি।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। আওয়ামী লীগের আমলের চাঁদাবাজি, দখলদারি কমে নাই, কেবল ব্যক্তির পরিবর্তন হয়েছে, সিস্টেম আগেরটাই রয়েছে। এই সিস্টেমের পরিবর্তন করতে হবে। ছাত্র-জনতা শুধু নির্বাচনের জন্য জীবন দেয়নি, তারা দেশকে আমূল সংস্কার করার জন্য জীবন দিয়েছে। অনেকেই নির্বাচনের জন্য তাড়াহুড়ো করছেন, সংস্কারের বিষয়ে গুরুত্ব দিচ্ছেন না। মনে রাখতে হবে সংস্কার ব্যতীত নির্বাচন টেকসই হবে না। সংস্কার না করে নির্বাচন দিলে সেটা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি হবে। তাই আগে সংস্কার তারপর নির্বাচন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গতকাল জাতিসংঘের তদন্ত কমিটি যে প্রতিবেদন দিল সেখানে আওয়ামী লীগের শীর্ষ নেতারা জড়িত সেই বিষয়টি উল্লেখ রয়েছে। র‍্যাব এবং টেলিফোনে আড়িপাতা সংস্থা বিলুপ্তের কথা বলা হয়েছে। এই জুলাই আন্দোলনে আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘন করেছে, যাকে জাতিসংঘ মানবতাবিরোধী হিসেবে উল্লেখ করেছে এবং দায়ীদের বিচারের সুপারিশ করেছে কিন্তু দল হিসেবে আওয়ামী লীগের বিষয়ে কোনো সুপারিশ নাই। তাই আমার কাছে জাতিসংঘের তদন্ত সংস্থার প্রতিবেদনটি আংশিক ত্রুটিপূর্ণ মনে হচ্ছে। আমরা দেখেছি গতকাল প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক কিছু গণমাধ্যম সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন কিন্তু আয়না ঘরের যেসব ছবি সামনে আসছে, তাতে আয়নাঘরের সঠিক চিত্র উঠে আসে নাই, বাস্তবে এই আয়নাঘর আরও ভয়াবহ।

এসময় আবু হানিফ আরও বলেন, দেশের ইতিবাচক পরিবর্তনের জন্য আমাদের সংস্কৃতি চর্চার দিকেও মনোযোগ দিতে হবে। একটা দেশকে সামনে এগিয়ে নিতে সুস্থ সংস্কৃতি চর্চা গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ দেশের সুস্থ সংস্কৃতি চর্চার পথকে রুদ্ধ করে দিয়েছিল। মানুষের মাঝে যে সামাজিক সম্পর্ক ছিল সেগুলো নষ্ট করে দিয়েছিল।

গণঅধিকার পরিষদের হোসেনপুর উপজেলার সদস্য সচিব হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কিশোরগঞ্জ জেলার সদস্য মোখলেছুর রহমান উজ্জ্বল, শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান হোসেন, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম, অভি চৌধুরী, ইমতিয়াজ কাজল, যুগ্ম সদস্য সচিব সুহেল হায়দার, মিজানুর রহমান, কটিয়াদী উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক আলী হোসেন মহসিন, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সোহাগ মিয়া, সাধারণ সম্পাদক রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম হাসান, ছাত্র নেতা রিপন রাজ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসের সঙ্গে ইলন মাস্কের ফোনালাপ, পাশেই ছিলেন ট্রাম্প

গণহত্যার রিপোর্ট তৈরির শুরু থেকে যুক্ত থাকার সুযোগ হয়েছিল : সাদিক কায়েম

ফ্যাসিবাদের দোসররা এখনো নানান ষড়যন্ত্রে লিপ্ত : মিরাজ 

সরকারকে শরীফ উদ্দিন জুয়েল / আপনারা ডেভিল ধরতে না পারলে যুবদলকে দায়িত্ব দিন 

বেস্টসেলার রবিনের ক্রিয়েটিভ কন্টেন্ট ও সফল ক্যারিয়ার

পবিত্র শবে বরাত উপলক্ষে তারেক রহমানের স্ট্যাটাস

প্রাইম মেডিকেলে শিক্ষার্থীকে র‍্যাগিং, জড়িতদের বিচার দাবি

ফেনী সদর থানার ওসিকে বদলি

চবিতে শিক্ষক লাঞ্ছনায় জড়িত সেই ছাত্রীসহ বহিষ্কার ১২

‘মার্চ টু ঢাকা’ ঠেকাতে যে পরিকল্পনা করেছিল শেখ হাসিনা সরকার

১০

আওয়ামী দোসরদের কতজন গ্রেপ্তার হয়েছে, তা প্রকাশ করুন : লায়ন ফারুক

১১

‘ডেভিল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, ব্যবস্থা নেই প্রশাসনের’

১২

মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি

১৩

ভিডিও বার্তা দিয়ে যুবকের আত্মহত্যা

১৪

ঘাপটি মেরে থাকা ডেভিলদের হান্ট করুন : জুয়েল

১৫

শারীরিক নির্যাতন করে স্বীকারোক্তি নেওয়ার অভিযোগ

১৬

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

১৭

‘দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করুন’

১৮

কাল পবিত্র শবে বরাত  

১৯

৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে সনাতনী জোট

২০
X