খুলনার মেডিকেল কোচিং সেন্টার থ্রি ডক্টরসের পরিচালক ডা. মো. ইউনুচ উজ্জামান খাঁন তারিমসহ ৫ ডাক্তারকে অবৈধভাবে গ্রেপ্তারের পর শারীরিক নির্যাতন করে স্বীকারোক্তি নেওয়ার অভিযোগে ঢাকা সিআইডির ৬ কর্মকর্তা ও দুই সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আমলী খুলনা থানা আদালতে আরজিটি দায়ের করেন ডা. মো. ইউনুচ উজ্জামান খাঁন তারিম।
অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আনিচুর রহমান আরজি আমলে নিয়ে আগামী ২৭ এপ্রিল সিআইডির বিশেষ পুলিশ সুপারকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
আরজিতে উল্লিখিত আসামিরা হলেন, সাইবার ইনভেস্টিগেশন এন্ড অপারেশানস সিআইডি কার্যালয়ের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা, সিআইডির এসআই মো. মেহেদী হাসান, এসআই মো. আতিকুর রহমান, এসআই মো. লালবুর রহমান, এসআই মিল্টন দেবনাথ, এসআই শিব্বির আহমেদ এবং দুজন সাংবাদিক।
মামলার আরজি সূত্রে জানা যায়, গত ২০২১ সালের ২১ মার্চ থেকে ২০২৩ সালের আগস্ট মাসের প্রথম সপ্তাহে আসামিরা উক্ত সাংবাদিকের মাধ্যমে ডা. তারিমের নিকট চাঁদা দাবি করে এবং বলে চাঁদা না দিলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কোচিং সেন্টার বন্ধ করে দিবে। চাঁদা দিতে অস্বীকার করলে ২০২৩ সালের ১৮ আগস্ট ভোর ৬টার দিকে ডা. তারিমনহ ৬ জন চিকিৎসককে সিআইডি গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে যায়। সেখানে তাদের ইলেকট্রিক শক ও হত্যার হুমকি দিয়ে প্রশ্নপত্র ফাঁসের মিথ্যা স্বীকারোক্তি আদায় করে ভিডিও ধারণ করে টিভি চ্যানেলে প্রচার করে।
এতে আরও জানা যায়, আসামিরা বেআইনিভাবে ১৮ সেপ্টেম্বর ৭ লাখ এবং ২১ সেপ্টেম্বর ৩ লাখ টাকাসহ মোট ১০ লাখ টাকা নিয়ে নেয় ডা. তারিমের পরিবারের কাছ থেকে। এ ছাড়া রিমান্ড নিয়ে ডা. তারিমকে শারীরিক নির্যাতন করা হয়। এ ঘটনায় নগরীর মেডিকেল কোচিং সেন্টার থ্রি ডক্টরস এর কর্ণধর ডা. মো. ইউনুচ উজ্জামান খাঁন তারিম বাদী হয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর আমলী খুলনা থানা আদালতে আরজিটি দায়ের করেছেন। যার নং- সিআর ২০০/২৫।
মন্তব্য করুন