গণহত্যাকারী দল আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে কফিন মিছিল করেছে ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে উত্তর তেমুহনী এলাকায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
পরে কফিন নিয়ে শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে মিছিল শুরু হয়ে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. আরমান হোসেন, সাইফুল ইসলাম মুরাদ, আরিয়ান রায়হান, রেদোয়ান হোসেন রিমন প্রমুখ।
এ সময় তারা গাজীপুরে হামলায় আবুল কাশেম নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান।
মন্তব্য করুন