কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৮ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব বেতার দিবস উদ্‌যাপন

বিশ্ব বেতার দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি : সংগৃহীত
বিশ্ব বেতার দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি : সংগৃহীত

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব বেতার দিবস-২০২৫ উদ্‌যাপন করা হয়েছে। বাংলাদেশ বেতার সিলেটের উদ্যোগে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বেতার প্রাঙ্গণে নানা আয়োজনে বিশ্ব বেতার দিবস উদ্‌যাপন করা হয়।

বিশ্ব বেতার দিবস উদ্‌যাপনের অংশ হিসেবে সকাল ৯টা ৫০ মিনিটে মিরের ময়দানস্থিত বাংলাদেশ বেতার সিলেট প্রাঙ্গণে শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত আলোচনা এবং সকাল ১০.১৫টায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

বিশ্ব বেতার দিবস-২০২৫ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেন,বাংলাদেশ বেতার বাংলাদেশের জন্য, বাংলাদেশিদের জন্য। এটি বিশেষ কোনো শ্রেণি-পেশার মানুষের জন্য নয়। কিন্তু আমরা দেখেছি, অতীতে বাংলাদেশ বেতারসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দখল করা হয়েছে এবং সেখানে শুধু সরকারের গুণকীর্তন করা হয়েছে। শুধু গুণকীর্তন করে কোনো সরকার কিংবা মত-দর্শনকে প্রতিষ্ঠিত করা যায় না। মানুষের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করলেই তা কেবল সফলতা লাভ করে।

বাংলাদেশ বেতারকে জাতির মুখপাত্র হিসেবে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করে বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেন, আমি মনে করি, বাংলাদেশ বেতার একটি গবেষণামূলক উদ্যোগ গ্রহণ করে জনগণের কাছে যেতে পারে। জনগণ কী শুনতে, কোন ধরনের অনুষ্ঠান পছন্দ করে এবং কোন ধরনের আয়োজন পছন্দ করে না, সে বিষয়ে একটি জরিপকার্য পরিচালনা করতে পারে। তাহলে বাংলাদেশ বেতার আরো জনমুখী হবে। এতে করে জনগণের মাঝে বাংলাদেশ বেতারের জনপ্রিয়তা বাড়বে। জাতির মুখপাত্র হিসেবে ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক বলেন, বাংলাদেশ বেতার প্রচার কাজে তথ্যপ্রযুক্তির ব্যবহার সংযোজন করেছে। বিদ্যমান গতানুগতিক মাধ্যমের পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমেও আমাদের সকল আয়োজন প্রচার করা হচ্ছে। এছাড়াও, গুরুত্বপূর্ণ সকল আয়োজন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। ফলে, বেতারের শ্রোতা বৃদ্ধি পেয়েছে। জনগণকে বেতারের সাথে আরো সম্পৃক্ত করতে আমরা এই ধারা অব্যাহত রাখব।

অনুষ্ঠানে অন্যান্যরে মধ্যে মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাড. আব্দুল মুকিত অপি, কবি ও বাচিক শিল্পী সালেহ আহমেদ খসরু, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সাধারণ সম্পাদক ও বাসস'র ব্যুারো প্রধান সেলিম আওয়াল, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির, দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস উন নূর, দৈনিক সিলেটের ডাকের ক্রীড়া সম্পাদক বদরুদ্দোজা বদর, বিশিষ্ট নাট্য শিল্পী শামসুল বাসিত শেরো, আঞ্চলিক প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন ও উপ-বার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকার প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন।

আলোচনা শেষে বিশ্ব বেতার দিবস উদ্‌যাপন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বেতার প্রাঙ্গণ হতে যাত্রা শুরু করে শোভাযাত্রাটি পুলিশ লাইন মোড় হয়ে পুনরায় বেতার প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়।

এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ বেতার সিলেটের উপ-আঞ্চলিক পরিচালক মো. নূরএলাহি মিনা ও মোহাম্মদ আব্দুল হকসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ, শিল্পী, কলাকুশলী,সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণিপেশায় সমাদৃত ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারকে শরীফ উদ্দিন জুয়েল / আপনারা ডেভিল ধরতে না পারলে যুবদলকে দায়িত্ব দিন 

বেস্টসেলার রবিনের ক্রিয়েটিভ কন্টেন্ট ও সফল ক্যারিয়ার

পবিত্র শবে বরাত উপলক্ষে তারেক রহমানের স্ট্যাটাস

প্রাইম মেডিকেলে শিক্ষার্থীকে র‍্যাগিং, জড়িতদের বিচার দাবি

ফেনী সদর থানার ওসিকে বদলি

চবিতে শিক্ষক লাঞ্ছনায় জড়িত সেই ছাত্রীসহ বহিষ্কার ১২

‘মার্চ টু ঢাকা’ ঠেকাতে যে পরিকল্পনা করেছিল শেখ হাসিনা সরকার

আওয়ামী দোসরদের কতজন গ্রেপ্তার হয়েছে, তা প্রকাশ করুন : লায়ন ফারুক

‘ডেভিল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, ব্যবস্থা নেই প্রশাসনের’

মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি

১০

ভিডিও বার্তা দিয়ে যুবকের আত্মহত্যা

১১

ঘাপটি মেরে থাকা ডেভিলদের হান্ট করুন : জুয়েল

১২

শারীরিক নির্যাতন করে স্বীকারোক্তি নেওয়ার অভিযোগ

১৩

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

১৪

‘দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করুন’

১৫

কাল পবিত্র শবে বরাত  

১৬

৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে সনাতনী জোট

১৭

ট্রাম্পের মন জয়ে ‘একগুচ্ছ উপহার’ মোদির

১৮

বর্ণাঢ্য আয়োজনে খিলগাঁও মডেল কলেজে বসন্তবরণ ও পিঠা উৎসব

১৯

বিয়ের অনুষ্ঠানে মাংস চাওয়ায় বেধড়ক পিটুনি

২০
X