ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি পোড়ানোয় অভিযুক্ত সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই নেতার নাম সুমন রানা (২৯)। তিনি উপজেলা পৌরসভার তালতলা নিতাইনগর গ্রামের মো. আজিজুল হকের ছেলে। দলীয়ভাবে তিনি উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক।
পুলিশ সূত্র জানায়, সুমনের বিরুদ্ধে কসবা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২০১৮ সালের ১৭ আগস্ট কসবা পৌর এলাকার কদমতলী মোড়ে সুমনের নেতৃত্বে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানে ছবি পোড়ানো হয়। এ ঘটনায় কসবা থানায় অভিযোগ দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন। সুনমকে গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আগুন দিয়ে পোড়ানো ছবিগুলো ছড়িয়ে পড়েছে।
সুমন গ্রেপ্তারের পর শরীফুল হক স্বপন জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও প্রিয় নেতা তারেক রহমানে ছবি পুড়িয়েছিল সুমন। সে গ্রেপ্তার হয়েছে। আমরা তার সঠিক বিচার চাই।
গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে কসবা থানার ওসি মোহাম্মদ আবদুল কাদের জানান, সন্ত্রাস বিরোধী আইনে সুমন রানাকে গ্রেপ্তারের পর তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন