রাজশাহী মহানগরীতে যৌথবাহিনীর অপারেশন ডেভিল হান্ট অভিযানে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহীর নওহাটা পৌর তাঁতি লীগের সাবেক সভাপতি আনোয়ার খান, নওহাটা পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন (৪০), মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম আলী রুপম (২৮), শহীদ এএইচএম কামারুজ্জামান কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া রিয়াল (২৬), আওয়ামী লীগকর্মী শওকত হোসেন রবু (৫০), হালিম শেখ (৫২), শরিফুল ইসলাম (৪৫) ও ছাত্রলীগকর্মী রাজু শেখ (২৫)।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, গ্রেপ্তার সবাইকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন