বগুড়ার কাহালুতে অবস্থিত রাবেয়া পার্ক অ্যান্ড রিসোর্টে অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন টিম এ অভিযান পরিচালনা করে।
জানা গেছে, অভিযান চলাকালে বন বিভাগের অনুমতি ছাড়া পার্কে রাখা দুটি হনুমান, পাঁচটি সবুজ টিয়া, একটি মদন টিয়া, একটি শঙ্খচিল, দুটি রেফস বানর, তিনটি ভুবনচিল, চারটি ডাহুক, একটি পাতি সারলি এবং চারটি বেগুনি কালিম উদ্ধার করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন- ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন টিমের পরিদর্শক অসিম মল্লিক, আব্দুল্লাহ আল সাদিক, কাহালু উপজেলা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা হাসান আল তারিক, বন বিভাগের সালাউদ্দিন পারভেজ, কাহালু উপজেলার প্রাকৃতিক বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থার আহসান হাবিব তালুকদার রনজু, আব্দুল কাদের।
উল্লেখ্য, জব্দ করা বন্যপ্রাণীর মধ্যে পাখি জাতীয় প্রাণীদের আকাশে অবমুক্ত করা হয় এবং অন্য প্রাণীগুলো রাজশাহী বন বিভাগে নিয়ে যাওয়া হবে। তবে অভিযান চলাকালে পার্ক কর্তৃপক্ষের কেউ উপস্থিত ছিলেন না।
মন্তব্য করুন