অপারেশন ডেভিল হান্টের পঞ্চম দিন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আট থানায় ১৪ জন ও গাজীপুর জেলায় পাঁচ থানায় ৯ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা বেশিরভাগ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। এ নিয়ে গত পাঁচ দিনে মোট ৩৩২ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে গাজীপুর মহানগর পুলিশ ও জেলা পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, মহানগরের আটটি থানায় অপারেশন ডেভিল হান্টের পঞ্চম দিন ১৪ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া জেলার পাঁচটি থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৯ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইন আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুর মহানগরের ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলায় চালায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনার পরের দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের আহ্বায়ক মো. আবদুল্লাহ মোহিত বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেন। ওই দিন থেকেই গাজীপুরসহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে।
মন্তব্য করুন