গাজীপুরের টঙ্গীতে একটি সালিশে স্থানীয় যুবদল নেতা টিপুর নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টঙ্গী পশ্চিম থানাধীন কলাবাগান বস্তিতে এ ঘটনা ঘটে। এ সময় তিন নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। অভিযুক্ত আজিজুর রহমান টিপু টঙ্গীর ৫৫নং ওয়ার্ড যুবদল নেতা হিসেবে পরিচিত।
আহতরা হলেন, আনোয়ার হোসেন রুমান, আশিক, আজাদ, সাবু, কাউসার, রুবেল, জহুরা, আনোয়ারা, রোকেয়াসহ অন্তত দশজন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েক দিন আগে দুপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সেই ঘটনার সমাধান করতে উভয়পক্ষকে নিয়ে সালিশে বসেন স্থানীয় বিএনপি নেতারা। বিচারের শেষ পর্যায়ে অভিযুক্ত টিপুর নেতৃত্বে অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। এতে বেশ কয়েকজন আহত হন। পরে তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত আনোয়ার, আশিক ও আজাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
টঙ্গী পশ্চিম থানার ওসি সৈয়দ ইস্কান্দার হাবিব বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। এমন কিছু পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন