ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর এলাকায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- তজুমদ্দিনের বালিয়াকান্দি এলাকার নয়ন ও বোরহানউদ্দিন উপজেলার হাসান নগরের বাসিন্দা আমির হোসেন।
স্থানীয়রা জানান, তারা সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে গরু চুরি করতে গেলে এলাকাবাসী বুঝত পারে। পরে তাদের ঘিরে ধরে গণপিটুনি দেওয়া হয়। নয়ন এলাকায় নদীর ডাকাত ও স্থলে চোরের গ্যাং লিডার হিসেবে পরিচিত ছিল। লঞ্চঘাটে নয়নের আস্তানা ছিল। যাত্রীদের ধরে তার আস্তানায় এনে মারধর করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অনেক ঘটনা রয়েছে। তার আস্তানায় এসব কাজে তার মা ও বোনসহ নারীদের একটি গ্যাং রয়েছে।
তজুমদ্দিন থানার ওসি আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে বলেন, গণপিটুনিতে দুজন নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন