ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

মামলার তদন্তে ঘুষ দাবি, সেই এসআইকে বদলি

নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল আলম। ছবি : কালবেলা
নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল আলম। ছবি : কালবেলা

ঝালকাঠির নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল আলমকে রাজাপুর থানায় বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মামলা তদন্তে ঘুষ দাবির ঘটনায় গত রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে এসআই শহিদুল আলমের বিরুদ্ধে বরিশাল রেঞ্জ ডিআইজির কাছে লিখিত অভিযোগ দায়ের করেন নলছিটি উপজেলার জুরকাঠি গ্রামের বাসিন্দা মাইনউদ্দিন খান। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে তোলপাড় শুরু হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, নলছিটি থানায় দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর কর্মরত ছিলেন এসআই শহিদুল আলম। স্থানীয় আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম আকনের দায়ের করা একটি মিথ্যা মামলার তিনি তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিযুক্ত হয়ে মাইনউদ্দিন খান ও তার পরিবারকে বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন করেছেন। এসআই শহিদুল আলম ওই আওয়ামী লীগ নেতার কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়ে বরিশাল সাইবার আদালতের ওই মামলায় মাইনউদ্দিন খানের নামে মিথ্যা মনগড়া কাল্পনিক তদন্ত প্রতিবেদন জমা দেন। প্রতিবেদন দাখিলের আগে এসআই শহিদুল আলম ওই মামলা থেকে মাইনউদ্দিন খানকে অব্যাহতি দেওয়ার কথা বলে ২০২৩ সালের ২০ আগস্ট ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। ওই ঘুষের টাকা দিতে মাইনউদ্দিন রাজি না হলে তার ব্যবহৃত মোবাইল (ডিভাইস) জব্দ ছাড়া এবং কোনো রিকভারি ছাড়া ফরেনসিক রিপোর্ট অনুসরণ না করে মাইনউদ্দিন খানের নামে মিথ্যা ও মনগড়া তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন। যার পরিপ্রেক্ষিতে মাইনউদ্দিন খান ১০ দিন জেলহাজতে থাকেন।

এ ছাড়াও গত ৪ ফেব্রুয়ারি রাত ১২টা ১০মিনিটে তার ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে মাইনউদ্দিনের ছোটভাই গিয়াস উদ্দিনের মোবাইলে ফোন করে মিথ্যা মামলা দিয়ে মাইনউদ্দিনকে আবারও জেলখাটাসহ নানা রকম হুমকি-ধামকি দিয়ে ভয়ভীতি দেখায়।

অভিযোগীকারী মাইনউদ্দিন খান বলেন, এসআই শহিদুল আলম একই থানায় দীর্ঘদিন ধরে চাকরি করার সুবাদে এলাকার নিরীহ জনগণকে হয়রানি, হুমকি, ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। বর্তমানে আমি ও আমার পরিবার আতঙ্কে হয়ে জীবনযাপন করছি। এ কারণে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছি।

এলাকাবাসীর অভিযোগ, নলছিটি থানায় কর্মরত থাকাকালীন সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের যোগসাজশে সাধারণ মানুষদের মামলার ভয় দেখিয়ে বিভিন্নভাবে হয়রানি ও টাকা-পয়সা হাতিয়ে নিতেন এসআই শহিদুল আলম।

অভিযোগের বিষয় এসআই শহিদুল আলম বলেন, আমার বিরুদ্ধে যা অভিযোগ সবই মিথ্যা। আমি ফরেনসিক রিপোর্ট অনুযায়ী তদন্ত প্রতিবেদন দিয়েছি। আর মাইনউদ্দিনের ভাই গিয়াসকে ফোন করে হুমকি দেওয়ার ঘটনা সত্য নয়।

নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, এসআই শহিদুল আলমের বদলির আদেশ পেয়েছি। তার হাতে কিছু কাজ রয়েছে সেগুলো শেষ হলে তিনি রাজাপুর থানায় যোগদান করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজহারীকে বরণে প্রস্তুত ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ

জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ড / জাতিসংঘে পুলিশের পাঠানো ৯৫ জনের তালিকায় রয়েছেন যারা

শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টে গেজেট জারি

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল, প্রতি আসনে প্রতিদ্বন্দ্বী ৪৩

দাফনের ৮ বছর পর কবর থেকে মরদেহ উত্তোলন 

‘ইজতেমায় কোনো ডেভিল এলে ধরিয়ে দিন’

নারায়ণগঞ্জে যুবলীগের ৩ কর্মী গ্রেপ্তার

দিল্লির বিধানসভা নির্বাচনে ভোট চুরির অভিযোগ, হুঁশিয়ারি মমতার

ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন মোটরসাইকেল আরোহী, অতঃপর...

আয়নাঘর উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা, দাবিটি সঠিক নয় 

১০

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর আমৃত্যু কারাদণ্ড 

১১

স্ত্রীসহ সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

১২

২২ বছর পর ঝালকাঠিতে জামায়াতের কর্মী সম্মেলন

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১৪

ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী গ্রেপ্তার

১৫

বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার

১৬

ডোনাল্ড লু’র পদে আসতে পারেন পল কাপুর

১৭

মোংলায় রাতভর অভিযানে ইউপি সদস্যসহ আটক ৩

১৮

রাজ রিপার ‘ময়না’ আসছে ১৬ প্রেক্ষাগৃহে

১৯

দৌলতদিয়া নিষিদ্ধপল্লিতে যুবকের আত্মহত্যা

২০
X