দেশের দ্বিতীয় রামসার সাইট সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে বনায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে তাহিরপুর উপজেলার রৌয়াকান্দা ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে বনায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সিলেট বন বিভাগের আয়োজনে ও সুনামগঞ্জ জেলা প্রশাসন সহযোগিতায় অনুষ্ঠান উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
জানা গেছে, টাঙ্গুয়া হাওর ওয়াস টাওয়ার সংলগ্ন এলাকায় ২৫ হেক্টর জমিতে ৪০ হাজার করচ হিজল চারা রোপণ করা হবে। ইতোমধ্যে ৩০ হাজার চারা রোপণ করা হয়েছে। একই সময়ে একই স্থানে ‘প্লাস্টিক দূষণ বর্জন করি, পরিচ্ছন্ন টাঙ্গুয়া গড়ি’ স্লোগানকে সামনে রেখে তাহিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শতাধিক স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীর অংশগ্রহণে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দ্দোজা আহমদ ও সদস্যসচিব মেহেদী হাসান সাকিব।
মন্তব্য করুন