কুমিল্লার চৌদ্দগ্রামে বাসচাপায় জসীম উদ্দীন চৌধুরী নিলয় নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার (১২ফেব্রুয়ারি) রাত ৮টায় সময় উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফকির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাংবাদিক জসীম উদ্দীন চৌধুরী নিলয় উপজেলার গুণবতী ইউনিয়নের পরিকোট গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি এশিয়ান টেলিভিশনের নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
মিয়া বাজার হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান খাদিম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বুধবার রাত আনুমানিক ৮টায় এশিয়ান টেলিভিশন নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি জসীম উদ্দীন চৌদ্দগ্রাম বাজারে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে উপজেলা জগন্নাথদিঘী ইউনিয়ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফকির বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ে রাস্তা পার হওয়ায় সময় চট্টগ্রামগামী একটি বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় সাংবাদিক জসীম উদ্দিন মহসড়কের পাশে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান খাদিম বলেন, আমরা খবর পেয়ে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসি। পরে লাশের প্রয়োজনীয় সুরতহাল রিপোর্ট শেষে চৌদ্দগ্রামের সাংবাদিকদের মধ্যস্থতায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন