মোটরসাইকেলে তেল নেওয়ার সময় হত্যা মামলার দুই সাক্ষীকে আসামিরা ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেছে। বুধবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মান্দারতলা বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহতরা যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন। ভুক্তভোগী হাসান ও আজিজুল আপন দুই ভাই। তারা যাদবপুর ইউনিয়নের ধান্য হারিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, বুধবার সকালে মো. হাসান ও আজিজুল মহেশপুর যাওয়ার পথে সোহাগের দোকানে মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য দাঁড়ায়। এ সময় বিচারাধীন একটি হত্যা মামলার জামিনে মুক্ত আসামি খুলনার আলামিন, ভৈরবের লিটন, মান্দারতলা আশিক তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যাচেষ্টা চালায়। পরে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। বাজারের লোকজন তাদের দুই ভাইকে মহেশপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠায়।
জানা যায়, ২০২৩ সালে ধান্য হারিয়া গ্রামের টিটু হত্যা মামলার প্রধান সাক্ষী হাসান ও আজিজুল। আসামিরা জেল থেকে জামিনে বেরিয়ে কয়েকদিন ধরেই তাদের হুমকি-দামকি দিচ্ছিল বলেও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাকে পরিকল্পিতভাবে বলে দাবি করেছে ভুক্তভোগীদের পরিবার।
মহেশপুর থানার এস আই আসাদ বলেন, ঘটনার প্রাথমিক তথ্য পেয়েছি। জড়িতরা টিটু হত্যা মামলার আসামি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন