নারায়ণগঞ্জে বিএনপি নেতার অফিস থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাসেল ওরফে ডঙ্কু রাসেল সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটির ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আফজাল হোসেনে বলেন, আমার অফিসে সোমবার রাতে একটি সালিশ চলছিল। তখন অফিসে প্রায় শতাধিক লোক ছিল। এসময় পুলিশ রাসেলকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. শাহিনুর আলম বলেন, বিএনপি নেতাদের সঙ্গে আঁতাত করে আওয়ামী লীগের নেতাকর্মীরা চলতেছে। বিএনপির এক ওয়ার্ড নেতার অফিস থেকে ছাত্রলীগ নেতা রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যাচেষ্টার মামলা রয়েছে।
স্থানীয়রা জানান, রাসেল নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের হাত ধরে ছাত্রলীগের রাজনীতিতে প্রবেশ করেন। তিনি আওয়ামী লীগের সভা-সমাবেশে সক্রিয় ছিলেন। জুলাই-আগস্ট আন্দোলন প্রতিহত করতে রাসেল তার বাহিনী নিয়ে তৎপর ছিলেন।
মন্তব্য করুন