নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান পরিচালনা করে ৩১ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে র্যাব-১১। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সাওঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার চারু মিয়া ও মফিজ মিয়া।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম।
র্যাব সূত্রে জানা গেছে, অভিনব কৌশলে মাছের ড্রামের উপরে মাছ দিয়ে ঢেকে রেখে ভেতরে সুকৌশলে গাঁজা বহন করে যাচ্ছিল আটককৃত দুই মাদক কারবারি। এরূপ গোপন তথ্যের ভিত্তিতে গত ১২ ফেব্রুয়ারি বিকেলে রূপগঞ্জের সাওঘাট এলাকা থেকে ৩১ কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে বলে র্যাব কর্মকর্তা জানিয়েছেন।
এই অভিযান পরিচালনার দায়িত্ব ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম।
মন্তব্য করুন