রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাসহ তার মন্ত্রীরা ইয়াবা চোরাচালানের সঙ্গে জড়িত : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

আওয়ামী লীগের ১৬-১৭ বছরের নানা অনিয়ম দুর্নীতি, খুন, গুম লুটপাটের চিত্র তুলে ধরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘জনগণ শেখ হাসিনার নাম দিয়েছিল মাফিয়া হাসিনা। তিনি নিজের ও আত্মীয়স্বজনদের নামে প্লট নিয়েছেন। তাদের পুরো পরিবারের বিরুদ্ধে এখন তদন্ত হচ্ছে। বিদেশে টিউলিপের দুর্নীতির অভিযোগে তদন্ত হচ্ছে।’

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদ অধ্যাপক আব্দুল ওয়াহেদ মণ্ডলের ২৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপির উদারতার কারণে এদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে। স্বাধীনতার পর শেখ মুজিব জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করেছিল। কিন্তু আমরা বারবার দেখেছি তারা একটি জিনিস করতে পারে সেটা হলো মুনাফেকি।’

তিনি বলেন, ‘যে অন্যায় করে তাকে কোনো না কোনোভাবে সেই চক্রে পড়ে যেতে হয়। শেখ হাসিনা নিজেকে মনে করেছিলো খুন গুম, হামলা মামলা দিয়ে পার পেয়ে যাবে। কিন্তু তার আশ্রয় এখন ভারতে।

রিজভী বলেন, শেখ হাসিনা উন্নয়নের নামে পদ্মাসেতু, মেট্রোরেল করেছেন শুধু টাকা মারার জন্য। ভোট কেন্দ্রে ভোটার না গিয়ে সরকারকে একমাত্র স্বীকৃতি দিয়েছে ভারত। ভারত সরকার শেখ হাসিনাকে পাহারা দিতে পারলো না। শেখ হাসিনা অবৈধ, তার পাসপোর্টের বৈধতা নেই। এরপরও শেখ হাসিনাকে তারা বৈধতা দিচ্ছে।

সুষ্ঠু নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে বিএনপির এই নেতা বলেন, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্র নিশ্চিত করতে পারি তাহলে ছাত্র জনতার ত্যাগ কিছুটা শোধ হবে। জিয়াউর রহমান খাল কাটার বিপ্লব করেছিলেন সেদিন থেকে এদেশ দাঁড়াতে শিখেছে। এদেশ কারো কাফেলার হবে না। আমরা নিজে চলতে চাই।

তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টুর সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলিম বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. মো. রফিকুল ইসলাম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম মার্শাল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন।

আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্যসচিব মামুন অর রশিদ মামুন, বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ডি এম জিয়াউর রহমান, সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন, ভবানীগঞ্জ পৌর বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাক। এ ছাড়াও অনুষ্ঠানে রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. গোলাম মোস্তফা মামুন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটে শিক্ষার্থীদের তালা

অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন কর্নেল মো. তানভির হোসেন

এটা কেবল শুরু : প্রধান উপদেষ্টা

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শাটডাউন ঘোষণা

সংবাদপত্র হকার্স সমিতির সাবেক পরিচালক মারা গেছেন

কুমিল্লায় ‘টেস্টি ট্রিট’-এর আরেকটি শোরুম চালু

ময়মনসিংহে সুপেয় পানির তীব্র সংকট

‘আপা চলেন প্রেম করি’— এক লাইনেই বউ পেলেন জামিল!

বিজয়নগরের ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত

ধানক্ষেতে পড়েছিল অটোরিকশাচালকের মরদেহ 

১০

ইতালির রোমে ‘বরবাদ’র জয়জয়কার 

১১

লিড নিয়ে দ্বিতীয় সেশন শেষ জিম্বাবুয়ের

১২

মৃত্যুর আগে ‘গাজায় যুদ্ধবিরতি’ চেয়েছিলেন পোপ ফ্রান্সিস

১৩

সিপিডির গবেষণা / ২০২৩ সালে কর ফাঁকিতে রাজস্ব ক্ষতি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা

১৪

রেহান-পলিনের ‘টুকরো চোখ’

১৫

পোপ ফ্রান্সিস আর নেই

১৬

হঠাৎ গাজা উপত্যকায় ইসরায়েলি নাগরিকদের প্রবেশের চেষ্টা

১৭

মাস্ক-হেলমেট পরে সোনারগাঁয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৮

নাসুমকে হাথুরুর থাপ্পড় দেওয়া নিয়ে যা বললেন হেরাথ-পোথাস

১৯

আল-আকসা ভেঙে থার্ড টেম্পল নির্মাণের প্রচারণায় ইসরায়েল

২০
X