বগুড়ার শেরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নে সুবলী উত্তরপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।
দুই শিশু হলো, মো. রাশেদুজ্জামানের ছেলে রবিউল হোসেন (৪) এবং ইদ্রিস আলীর মেয়ে সামিহা খাতুন (৭)। তারা সুবলী উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, রবিউল ও সামিহা প্রতিবেশী। মঙ্গলবার দুপুরে তারা বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলতে যায়। একপর্যায়ে সবার অজান্তে পানিতে পড়ে যায়। বেলা সাড়ে ৩টার দিকে এক নারী গোসল করতে গেলে রবিউলকে পানিতে ভেসে থাকতে দেখে চিৎকার দেন। স্থানীয়রা ছুটে এসে দুই শিশুকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাজিদ হাসান লিংকন বলেন, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পানিতে ডুবেই তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম কালবেলাকে বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই। সরেজমিনে তদন্ত শেষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য করুন