রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির কমিটিতে কৃষকলীগ নেতা

অভিযুক্ত শাহজাহান আলী। ছবি : সংগৃহীত
অভিযুক্ত শাহজাহান আলী। ছবি : সংগৃহীত

রংপুরের পীরগঞ্জে শাহজাহান আলী নামে এক কৃষকলীগ নেতা ইউনিয়ন বিএনপির কমিটিতে ঠাঁই পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর আগে শাহজাহান আলী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। এ নিয়ে বিএনপি নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে নগরীর সুমি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করেছেন কমিটিতে পদপ্রার্থী দুই নেতা।

তারা হলেন- মদনখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী ও ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক জাহিদুল ইসলাম এবং চৈত্রকোল ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী ও বিএনপির সদস্য মমিনুর রহমান।

অভিযুক্ত ইউনিয়ন বিএনপি নতুন কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান আলী বলেন, যারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা প্রমাণ করুক কৃষকলীগের কোন পদে ছিলাম। আর ওই ছবিগুল এডিট করা।

জাহিদুল ইসলাম বলেন, মদনখালী ইউনিয়ন বিএনপির কাউন্সিলের জন্য তপশিল ঘোষণা করা হয়। এতে গত ৯ ফেব্রুয়ারি ভোটদানের তারিখ নির্ধারণ করা হয়। তিনি সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র গ্রহণ করেন। কিন্তু সম্মেলনের দিন ভোট গ্রহণ না করেই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ইউনিয়ন কৃষকলীগ নেতা শাহজাহান আলীকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এর আগে তিনি কৃষকলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। পট পরিবর্তনের পর তিনি জেলা ও উপজেলা বিএনপি নেতাদের ম্যানেজ করে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদ বাগিয়ে নেন।

চৈত্রকোল ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী মমিনুর রহমান বলেন, চলতি মাসের ৮ তারিখে ইউনিয়ন বিএনপির সম্মেলন এবং ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে তপশিল ঘোষণা করা হয়। কিন্তু সম্মেলনের দিন ভোট গ্রহণ না করেই জেলা ও উপজেলা নেতাদের পছন্দের ব্যক্তিকে রেখে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এ দুই নেতার দাবি, সম্মেলনের দিন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামকে জানিয়েও কোনো লাভ হয়নি। পরে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে লিখিত অভিযোগ করা হলেও তারা এ বিষয়ে কোনো ব্যবস্থা নেননি। এমন পকেট কমিটির সঙ্গে উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সদস্য সচিব জাকির হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেলিম জড়িত বলে অভিযোগ তাদের। এ সময় তার রাজনৈতিকভাবে গঠিত এসব কমিটি বাতিল করে ভোটের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানান।

রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামে সঙ্গে মুঠোফোনে কয়েক দফা যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

পীরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন বলেন, শাহজাহান আলী দীর্ঘদিন আগে কৃষকলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সঠিকভাবে কাউন্সিলের মাধ্যমে সভাপতি-সম্পাদকসহ অন্যান্য পদে প্রার্থী ফাইনাল করা হয়েছে। সবাই পদ না পেলে অনেক কিছু কথা বলেন, এটাই স্বাভাবিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার কাঠবাহী বোট আটকে দিল আরাকান আর্মি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে কফিন মিছিল

আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

গণতন্ত্রের কথা বললেই আয়নাঘরে ঢুকানো হতো : লায়ন ফারুক

ফ্যাসিবাদের দোসরদের কোথাও ঠাঁই হবে না : মজনু

আয়নাঘরে বিএনপি নেতা সাজেদুলকে কীভাবে হত্যা করা হয়, জানালেন ফারুকী

নরসিংদীতে মিল শ্রমিকের লাশ উদ্ধার

আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়ব : হাসনাত

ইয়াশার অভিযোগের পাল্টা জবাব দিল চিটাগাং কিংস

রংপুরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, প্রেস ক্লাবের প্রতিবাদ

১০

ড. শামসুজ্জোহার মৃত্যুর দিন ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবিতে স্মারকলিপি

১১

সংস্কার কমিশনের প্রস্তাবে বিসিএস তথ্য-সাধারণ ক্যাডারের উদ্বেগ

১২

কৌশলে মাছের ড্রামে গাঁজা পাচার, আটক ২

১৩

জাটকা পাচারকারী কালু এবার গাঁজাসহ ধরা

১৪

রাজনৈতিক দল নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিষয়ে যে পরামর্শ দিল জাতিসংঘ

১৫

দেশের শাসন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে : মিজানুর রহমান

১৬

অন্তর্বর্তী সরকারের আমলে সবাই মন খুলে সাংবাদিকতা করবে : ফয়েজ আহম্মদ

১৭

যেসব সদস্য শান্তিরক্ষী মিশনে মনোনীত হবেন না

১৮

ইউনিয়ন পরিষদে তালা লাগানোর ঘটনায় সংঘর্ষ, আহত ১৮ 

১৯

ফেসবুকে হ্যাশট্যাগ ‘ব্যান আওয়ামী লীগ’ প্রচারণা

২০
X