ময়মনসিংহের হালুয়াঘাটে সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক শেখ সিব্বির আহমেদ চৌধুরীকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শেখ সিব্বির ফুলপুর উপজেলার রহিমগঞ্জ এলাকার নওয়াব আলীর ছেলে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে বুধবার ভোরে উপজেলার পাগলপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। হালুয়াঘাট থানার ওসি মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ৩১ জানুয়ারি রাতে উপজেলার দর্শাপাড় ব্রিজ এলাকায় গ্রেপ্তারকৃত আসামিসহ কয়েকজন সংঘবদ্ধ হয়। পরে তারা রাজনৈতিক দলের স্লোগানসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্যদের নিয়ে জন নিরাপত্তা বিপন্ন করার উদ্দেশ্যে জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় রাষ্ট্রের সম্পত্তি ক্ষতি সাধনের প্রচেষ্টায় লিপ্ত থেকে সন্ত্রাসী কার্যক্রম ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রচার ও অর্থ সরবরাহ করে। এ ঘটনায় চলতি মাসের ১ ফেব্রুয়ারি হালুয়াঘাট থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা রুজু হয়। মামলা নং-২।
হালুয়াঘাট থানার ওসি মো. আবুল খায়ের বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই মামলায় আসামির সংশ্লিষ্টতা থাকায় গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, শেখ সিব্বির আহমেদ চৌধুরী গত বিগত সরকারের আমলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুলের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। জেলার সরকারি কীটনাশক ও সার ছিল তার নিয়ন্ত্রণে। কোন উপজেলায় কী পরিমাণ বরাদ্দ যাবে সেটা তিনিই ঠিক করে দিতেন। এভাবে অবৈধভাবে বিপুল অর্থের মালিক হয়েছেন এ আওয়ামী লীগ নেতা।
মন্তব্য করুন